তারিখ: 2024-07-09 06:51:36
মূল্য: 670.00
লেখক: সাজ্জাদ হোসেন:
ইতিহাসের অনেক ঘটনাবলী আমাদেরই সৃষ্টি অথচ সেই ইতিহাসের বর্ণনা থেকে আমাদের লা নিশানা সছে যাচ্ছে! আমাদের সামনে অসতা, বানোয়াট বর্ন দিয়ে অনেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, আবার কেউ ইতিহাসের ঘটনাবলির সংগে জড়িত না থেকে নিজের খেয়াল খুশী মতো ইতিহাস রচনা করে চলেছে। আমি লেখক নই, তারপরও আমার ঘনিষ্ট জনেরা জানে ইচ্ছা করলে আমিলিখতে পারি। বহুদিন যাবত ভারা আমাকে অনুরোধ করে চলেছে অন্ত স্বাধীনতাদ্ধের উপর কিছু লিখার জন্য কিন্তু আমার সময় কোথায়? ছাজীবনে কবিতা ছোটগজ লিখে প্রশংসিত হয়ছি। পরক্কারও পেয়েছি। রাজনীতির কঠিন আবর্তের মধ্যেপড়ে লেখালেখির পথ অনেকটা হারিয়ে ফেলেছি। দলীয় রাজনীতি করতে গিয়েদলের ভিতরের প্রতিপক্ষ এবং রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবেলা করতে করতেই জীবনের বৃহত একটি সময় ব্যায় হয়ে গিয়েছে।
১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ সেনাবাহিনীর আক্রমণের পর পাকিস্তানের দুই অংশের মধ্যে সমস্যা নিষ্পত্তির সর... আরও পড়ুন
একদিকে মতি রাজাকার। অন্যদিকে মুক্তিযােদ্ধা । সবুজ। হানাদার পাকিস্তানিদের দোসর মতি। পাকিস্তানি সৈন্যদ... আরও পড়ুন
ইতিহাসের অনেক ঘটনাবলী আমাদেরই সৃষ্টি অথচ সেই ইতিহাসের বর্ণনা থেকে আমাদের লা নিশানা সছে যাচ্ছে! আমাদে... আরও পড়ুন