কোনো প্রশ্ন আছে কি? কল করুন: +8801711956614, +8801716010102
EN বাং

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন - বি এন এম জাতীয়তাবাদের বিশ্বাসে অটল এবং অনড় - তারুণ্যের শক্তিতে পরিচালিত, দলের ৫০ ভাগ তরুণদের দ্বারা পরিচালিত হবে।

মুক্তিযুদ্ধের রণাঙ্গনে

তারিখ: 2024-07-10 06:05:55

On the battlefield of the liberation war

মূল্য: 400.00
লেখক: সাজ্জাদ হোসেন:

মুক্তিযুদ্ধ। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান নেতৃত্বে জাতির হাজার বছরের ইতিহাসের একমাত্র মহান অধ্যায় ১৯৭১ খ্রিস্টাব্দের মুক্তিযুদ্ধ। পাকিস্তানি উপনিবেশক স্বৈরশাসন, বল্লাহীন শােষণ ও নিষ্ঠুরতম ধর্মীয় প্রতারণার কবল থেকে বাঙালি জাতির একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র ও প্রতিষ্ঠার প্রত্যয় এবং জাতির আর্থসামাজিক ও সাংস্কৃতিক মুক্তির আকাঙ্ক্ষা ও একটি অকৃত্রিম গণতান্ত্রিক শােষণহীন দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে বুকে ধারণ করে আমিও মহান মুক্তিযুদ্ধে শামিল হয়েছিলাম। বাঙালি জাতির সেই মহাদুঃসময়ে মহিয়ষী মানবী ইন্দিরা গান্ধী ও তাঁর দেশ ভারত মানবতার মহান আদর্শে বাঙালি ছিন্নমূল ঐ এককোটি মানুষকে মাতৃস্নেহে আশ্রয় দিয়েছিলেন, খাদ্য দিয়েছিলেন, বরাভয় দিয়েছিলেন- দিয়েছিলেন লক্ষাধিক মুক্তিযােদ্ধাদের সামরিক প্রশিক্ষণসহ অন্ত্র ও গাোলাবারুদ। এখানেই শেষ নয়-বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযােদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানী হানাদার সামরিক বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক রক্তাক্ত যুদ্ধে শামিল হয়ে ভারতের ১৭ হাজার সৈন্যও প্রাণ উৎসর্গ করেছিলেন । অর্থাৎ ৩০ লক্ষ বাঙালি ও ১৭ হাজার ভারতীয়র পবিত্র রক্ত বাংলাদেশ শ্যামল মাটি ও রূপালি নদী-খাল-বিলে মিলেমিশে একাকার হয়ে রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারত তাই অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধ। বাঙালি জাতির ইতিহাসের এক মহাজীবন সেই মুক্তিযুদ্ধ। যে জীবনের সততা, অধ্যবসায়, দেশপ্রেম, সংকল্প, প্রতিশােধস্পৃহা, রক্ত-মৃত্যু, প্রেম-ভালােবাসা, সহমর্মিতা-মানবতা-আরাে যা কিছু মানবজীবনের অঙ্গ-তার সবটুকু উজাড় করে দেয়ার ইস্পাত কঠিন বীরত্বপূর্ণ দৃঢ়তা প্রদর্শন করার মানসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পটভূমি, রাজনীতি, ধর্ম ও আনুষঙ্গিক বিষয়াবলীসহ যুদ্ধের প্রশিক্ষণ, নানান কলাকৌশল, গেরিলাযুদ্ধ, সম্মুখযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রেক্ষিত সম্পর্কে যা আমি করেছি, বুঝেছি শুনেছি জেনেছি ভেবেছি-সেসব বিষয়ে খােলামেলাভাবে এ গ্রন্থে লিপিবদ্ধ। এ গ্রন্থে এমন কিছু বিষয় রয়েছে। যা প্রচলিত মূল্যবােধ, ধ্যান-ধারণা ও ইতিহাসকে, পাল্টে দেবে; অনেক চরিত্রে ভিন্নতর চরিত্রকে রুপান্তরিত করবে-ফলে আমার সাথে অনেকেরই মতবিরােধ অনিবার্য হয়ে দাঁড়াবে। তবে আমি সেসব মতবিরােধকে প্রতিহতর করার দৃঢ়প্রত্যয় রাখি। --- আবীর আহাদ

সর্বশেষ ই-শোকেস

মুক্তিযুদ্ধ ’৭১
তারিখ: 2024-07-10 06:16:11

১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ সেনাবাহিনীর আক্রমণের পর পাকিস্তানের দুই অংশের মধ্যে সমস্যা নিষ্পত্তির সর... আরও পড়ুন

মতি রাজাকার ও মুক্তিযোদ্ধা সবুজ
তারিখ: 2024-07-10 06:09:55

একদিকে মতি রাজাকার। অন্যদিকে মুক্তিযােদ্ধা । সবুজ। হানাদার পাকিস্তানিদের দোসর মতি। পাকিস্তানি সৈন্যদ... আরও পড়ুন

ফরিদপুরের মুক্তিসংগ্রাম
তারিখ: 2024-07-09 06:51:36

ইতিহাসের অনেক ঘটনাবলী আমাদেরই সৃষ্টি অথচ সেই ইতিহাসের বর্ণনা থেকে আমাদের লা নিশানা সছে যাচ্ছে! আমাদে... আরও পড়ুন